![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F09%2Fc56c1e3a4e5dd12640e4a3ccde399dd4-5ff9aca3f1705.jpg%3Fjadewits_media_id%3D707734)
ঘটনার পর থেকেই পলাতক দিহানের বাসার গার্ড
রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের পড়া শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দিন ওই বাসা থেকে এক গার্ড (নিরাপত্তা প্রহরী) পালিয়েছে। এ ঘটনায় আজ তিন দিন হয়ে গেলেও দুলাল নামের ওই গার্ডের (নিরাপত্তা প্রহরী) সন্ধান পায়নি পুলিশ।তদন্ত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বলছেন, ঘটনার দিন দুপুরেই নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে এক নিরাপত্তা প্রহরী।