শরীরের স্ট্রেচ মার্কস দূর করবে রসুন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ১৭:২৭
ছোট বড় অনেকেরই ত্বকে ফাটা দাগ দেখা যায়। এটি খুবই বিরক্তিকর এক সমস্যা। এতে একদিকে সৌন্দর্য নষ্ট হয়, সঙ্গে কমতে থাকে নিজের প্রতি আত্মবিশ্বাসও। শাড়ি পড়লে বা শর্ট ড্রেস পড়লে দেখা যায় স্ট্রেচ মার্কসগুলো। এই দাগ বা স্ট্রেচমার্কস ত্বকে কোনো কারণে টান পড়লে হতে দেখা যায়। তবে গর্ভবতী নারীদের পেটে এই দাগ বেশি পড়ে থাকে। কারণ গর্ভবতী মায়ের পেটের ভেতরে আস্তে আস্তে একটি শিশু বড় হতে থাকে।
তাই পেটের ত্বকেও ধীরে ধীরে টান পড়ে বলে ত্বকে এ দাগগুলো পড়ে। তবে এ দাগ পড়ার জন্য আসলে শরীরের হরমোনাল ব্যালান্স দায়ী। কিছু হরমোন ত্বকে টান পড়লেও যেন ত্বক ফেটে না যায় তার জন্য কাজ করে, শরীরে সেসব হরমোনের উৎপাদন কম থাকলে এই দাগগুলো পড়ে।
- ট্যাগ:
- লাইফ
- রসুন
- মানব দেহ
- স্ট্রেচ মার্ক