পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কুংতন অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
শ্রমিকরা জানান, দুই মাসের বেতন না দিয়ে ২০২০ সালের ১০ আগস্ট দুইদিনের ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ করে দেয় কুনতং অ্যাপারেলস কর্তৃপক্ষ। সেই থেকে কারখানাটি বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে নানাভাবে আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। এজন্য বৃহস্পতিবার থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.