প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা যখন ক্যাপিটল হল তছনছ করছিলেন, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প তখন ফটোশুটে ব্যস্ত ছিলেন। গত বুধবার ট্রাম্প তাঁর অন্ধ সমর্থকদের উন্মত্ত করে তুলেছিলেন। এ সময় ক্যাপিটল হিলে ঢুকে ট্রাম্পের উগ্র সমর্থকেরা স্পিকার ন্যান্সি পেলোসির চেয়ার দখল করে বসেছেন। একজন পুলিশ অফিসারসহ পাঁচজনের লাশের ওপর দাঁড়িয়ে ট্রাম্প নির্বাচনে তিনি জয়লাভ করেছেন বলে ভুয়া দাবি করতে থাকেন।
যখন ক্যাপিটল হিলজুড়ে এমন তাণ্ডব চলছিল, তখন মেলেনিয়া ট্রাম্প তাঁর প্রকাশিতব্য একটি বইয়ের জন্য হোয়াইট হাউসের ভেতরের ফটোশুট নিয়ে ব্যস্ত ছিলেন। সিএনএনসহ অন্য কিছু সংবাদ মিডিয়া সূত্রে জানা যায়, একপর্যায়ে পরিস্থিতি শান্ত করার জন্য একটা বিবৃতি দিতে বলা হয় ফার্স্ট লেডিকে। তাঁর ব্যক্তিগত স্টাফরা এমন বিবৃতি দেওয়া থেকে বিরত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.