কাউখালীতে ৩৭ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ
পিরোজপুর জেলার কাউখালী, নেছারাবাদ ও বরিশালের বানরিপাড়ার সন্ধ্যা নদীতে শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও চরগড়া জব্দ করেছে কোস্টগার্ডের একটি দল। জব্দকৃত জালের মূল্য ৩৭ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড সূত্র।
কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার এম. স্বপন দাড়িয়া কারেন্ট জাল জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যা নদীর কাউখালী, নেছারাবাদ ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় কোস্ট গার্ড।