![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpanchagarh-2-20210109161651.jpg)
পারিবারিক বিরোধের জেরে কলেজছাত্রকে হত্যা প্রতিবেশীর
পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক বিরোধের জেরে ফাহিদ হাসান সিফাত (১৮) নামে এক কলেজ ছাত্রকে অপহরণের পর হত্যা করেছেন তার প্রতিবেশী মতিউর রহমান মতি (২১)। এ ঘটনায় মতিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
তার দেয়া তথ্যে শনিবার (৯ জানুয়ারি) উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ এলাকায় বাড়ির পার্শ্ববর্তী একটি ক্ষেত থেকে মাটি চাপা অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিফাত ওই এলাকার সফিকুল ইসলামের ছেলে এবং দিনাজপুর আদর্শ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যা
- কলেজ ছাত্র
- পারিবারিক কলহ