![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F631dc696-742a-4cda-961c-ca8a0bf7b6b0%252FUntitled_6.jpg%3Frect%3D0%252C11%252C640%252C336%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
রাজশাহীর সেফহোমে থাকা ভুক্তভোগীকে মুক্তির নির্দেশ
এক মাস বয়সী সন্তানসহ রাজশাহীর সেফহোমে থাকা ভুক্তভোগীকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় শিশুটির বাবা মো. মিন্টু মিয়াকে এক বছরের জামিন দিয়েছেন আদালত। আদালত বলেছেন, ভুক্তভোগী তাঁর ইচ্ছা অনুসারে চাইলে বাবা–মা বা স্বামীর কাছে যেতে পারবেন।