কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশ স্মিথদের হাতে, সিডনিতে জোড়া চোটে ব্যাকফুটে ভারত

আনন্দবাজার (ভারত) সিডনি ক্রিকেট গ্রাউন্ড প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ১৪:২৩

সিডনির মাঠে শনিবার পড়ল ১০ উইকেট। এর মধ্যে ভারতের ৮ উইকেট পড়ল মাত্র ১৪৮ রানে। অন্য দিকে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলল ১০৩ রান। তৃতীয় দিনের শেষে ১৯৭ রানের লিড নিল অস্ট্রেলিয়া। ভারতীয় দলকে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে রবিবার সকালেই পর পর উইকেট নিতে হবে।

সিডনিতে ম্যাচের রাশ যেমন হাত থেকে বেরিয়ে যাচ্ছে ভারতের, তেমনই চোটের আশঙ্কাও চোখ রাঙাচ্ছে। ব্যাট করার সময় উইকেটকিপার ঋষভ পন্থ এবং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার চোট লাগে। পন্থের বাঁহাতে কনুইতে বল লাগে ফুলেও যায় সঙ্গে সঙ্গে। তাঁকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বদলে ঋদ্ধিমান সাহাকে দেখা যায় উইকেটকিপিং করতে। জাডেজার বাঁহাতের বুড়ো আঙুলে বল লাগে। তাঁকেও নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করানোর জন্য। ম্যাচ থেকে তাঁরা ছিটকে গেলে আরও বড় বিপদে পড়বে ভারত।

শুক্রবার দুই ওপেনারকে হারিয়ে ভারতের রান ছিল ৯৬। সেখান থেকে শনিবার ভারতের হয়ে বড় রান করার দায়িত্ব ছিল চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের ওপর। কিন্তু রাহানেকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তাঁর বলে বোল্ড হন রাহানে (৭০ বলে ২২ রান)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও