![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F9bc0bee6-8416-47cd-81dd-848d2bb28ea5%252FFoad_Nasser_Babu.jpg%3Frect%3D0%252C135%252C950%252C499%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ফোয়াদ নাসের বাবুর হার্ট অ্যাটাক, রিং পরানো হয়েছে
‘শুক্রবার সন্ধ্যা থেকেই বাবুর (ফোয়াদ নাসের বাবু) খুব অস্থির লাগছিল। একবার বসে, একবার দাঁড়ায়। পায়চারি করছিল। বলছিল, বুকের ভেতরটা কেমন জানি চাপ দিয়ে ধরছে। তবে ব্যথার কথা আমাকে কিছু বলেনি। রাতে পরিস্থিতি আরেকটু খারাপ হলে হাসপাতালে ভর্তি করাই।’ বলছিলেন ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্ত্রী দিনা নাসের।
শারীরিক অসুস্থতা অনুভব করলে ফোয়াদ নাসের বাবুকে গতকাল রাত সাড়ে ১১টায় মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর চিকিৎসকেরা নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে আজ শনিবার বেলা ১১টায় বরেণ্য এই সংগীত পরিচালকের স্ত্রী দিনা নাসের বলেন, ‘বাবুর হার্টে একটি রিং (স্ট্যান্ট) পরানো হয়েছে। এখন মোটামুটি ভালো আছে শুনেছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’