অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট
অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল। বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ রোধে এত দিন দেশটির আন্তর্জাতিক সীমানা বন্ধ ছিল। বিশ্বের অন্যান্য দেশে আটকে পড়া অস্ট্রেলিয়ার নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সীমিত বিমান চালু থাকলেও দেশের বাইরে গমন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবে বিশেষ এবং জরুরি ক্ষেত্রে সরকারের অনুমতি নিয়ে অস্ট্রেলিয়ার বাইরে গমনের ব্যবস্থা ছিল। আর দেশের বাইরে থেকে আসার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো।
এমন সময় অস্ট্রেলিয়ার বিমান সেবা প্রতিষ্ঠান কোয়ান্টাস এয়ারলাইন আগাম টিকিট বুকিং নিতে শুরু করেছে। আগামী জুলাইয়ে নির্দিষ্ট কয়েকটি গন্তব্যের জন্য অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইনের টিকিট কিনতে পারবেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা।