![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/01/09/090712_bangladesh_pratidin_Steve-Smith.jpg)
শতরানের সঙ্গে সিডনিতে একাধিক রেকর্ড গড়লেন স্মিথ
স্টিভ ওয়াহ'র হোম গ্রাউন্ডে উজ্জ্বল স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ব্যর্থতা সিডনিতে ঝেড়ে ফেললেন এই অজি তারকা। শতরান করে ফর্মে ফিরলেন স্মিথ। সঙ্গে বেশ কয়েকটা রেকর্ডও এল তার ঝুলিতে।
টেস্ট ক্যারিয়ারের ২৭ তম শতরান। ভারতের বিরুদ্ধে অষ্টম। স্পর্শ করলেন বিরাট কোহলিকে। টিম ইন্ডিয়ার অধিনায়কেরও টেস্টে রয়েছে ২৭ শতরান। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি করার দৌড়ে, বিশ্ব ক্রিকেটের লিজেন্ডদের সঙ্গে এক আসনে স্মিথ। এর আগে ভারতের বিরুদ্ধে ৮ টি শতরান করেছেন স্যার গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং।