পুরনো চাদর নতুন রূপে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ০১:০৯

পুরনো বিছানার চাদর বা বেডকভার দিয়ে বানিয়ে নেওয়া যায় হরেক প্রয়োজনীয় জিনিস। তাক লাগিয়ে দিন আপসাইকল ফ্যাশনে। এই আপসাইকল ফ্যাশন আসলে কী? পুরনো কোনও কিছুকে রিসাইকল করে নতুন ভাবে বানানোর নাম হল আপসাইকল ফ্যাশন। এখানে পুরনো বেডকভার দিয়ে তৈরি করা হয়েছে নতুন জিনিস।

পুরনো বা ছেঁড়া বেডকভার বা বেডশিট বাতিল করার আগে ছেঁড়া অংশগুলো বাদ দিয়ে বাকি অংশটা কেটে রাখুন। এ রকম তিন-চার ধরনের প্রিন্টেড কাপড়ের টুকরোর অদলবদল ঘটিয়ে, সেলাই করে কুইল্ট বানানো যায়। আবার সলিড কালারের বেডশিটের সঙ্গে দু’-তিন ধরনের প্রিন্টেড কাপড় জুড়ে কুশন কভারও তৈরি করতে পারেন। কোস্টারও তৈরি হতে পারে বিছানার বাতিল চাদর দিয়ে। তিনটে পুরনো চাদর থেকে লম্বা ও সরু কাপড় কেটে নিন। তা দিয়ে বিনুনি পাকান। কোস্টারের আকার পেতে বিনুনির অংশটি গোল করে ঘুরিয়ে-ঘুরিয়ে সেলাই করুন। আবার প্রিন্টেড বেডকভার দিয়ে বানাতে পারেন ট্রাভেল কাটলারি র‌্যাপও। কাঁটা-চামচের মাপমতো চারটি কাপড়ের টুকরো কাটুন। দুটো কাপড় জুড়ে সেলাই করুন। কাঁটা-চামচ রাখার জায়গা তৈরি করতে, ঠিক কাগজের পাখা তৈরির মতো কুচি করে কাপড় সেলাই করুন। র‌্যাপ গোল করে মুড়তে এক দিকে দড়ি লাগিয়ে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও