![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252Fb4b4c9be-2329-4a9c-ba68-28cd5942a6a6%252FNorshindi_DH0720_20210108_narsingdi_raipura_chanpur_1.jpg%3Frect%3D0%252C0%252C517%252C271%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সাজাপ্রাপ্ত ইটভাটা মালিকের জামিন, ফুলেল শুভেচ্ছা
নরসিংদীর রায়পুরা উপজেলায় এক ইটভাটার মালিককে পরিবেশের জন্য ক্ষতিকর দূষণের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আবদুল্লাহ আল মামুন (৩৫) নামের ওই ব্যক্তিকে এই সাজা দিয়েছিলেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এক মাস সাজা খাটার পর জামিনে মুক্তি পেয়ে এলাকায় পৌঁছালে তাঁকে গলায় টাকা, মালাসহ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ এলাকায় পৌঁছার পর তাঁকে এই ফুলেল শুভেচ্ছা দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় কর্মী-সমর্থকেরা তাঁর গলায় টাকা,
- ট্যাগ:
- বাংলাদেশ
- মালিক
- ইটভাটা
- ফুলেল শুভেচ্ছা