![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F4d599872-e10b-4e5b-bef4-5c12b133a21f%252FDinajpur_DH0828_20210108_Dinajpur__8_1_2020_Press_Conference_Photo.jpg%3Frect%3D37%252C0%252C2011%252C1056%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
প্রশাসন পক্ষপাত করছে, অভিযোগ জাপা প্রার্থীর
দিনাজপুর পৌরসভা নির্বাচনের প্রচারণার মাঠে প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ, স্বজনপ্রীতি ও নৌকা প্রতীকের প্রার্থীকে অন্যায় সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী। আজ শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগ উপস্থাপন করেছেন তিনি।
দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী আহমেদ শফি রুবেল। তিনি জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।