![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F08%2F02eca4db0c6d45b7da9806d2a5fec1fd-5ff8526f34bb5.jpg%3Fjadewits_media_id%3D707609)
পশ্চিমবঙ্গ আমার পরিবার: শাহরুখ খান
শুক্রবার (৮ জানুয়ারি) পর্দা উঠলো ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এদিন বিকালে এটি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্ন সভাঘরের এই উৎসবের উদ্বোধনী আয়োজনে এবার ভার্চুয়ালি যোগ দিলেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। সরাসরি অংশ না নিতে পারায় দুঃখ প্রকাশ করে এই বলিউড কিং বললেন, ‘মহামারি আমাদের শিখিয়েছে পরিবার সবচেয়ে দামি।
আর কলকাতা আমার পরিবার। পশ্চিমবঙ্গ আমার পরিবার। দ্রুত পশ্চিমবঙ্গে যাবো, সকলের সঙ্গে দেখা করবো।’করোনার কারণে এবারের উৎসবের সূচনার অনেকটাই হয় অন্তর্জালের মাধ্যমে।এদিকে মমতা তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘উৎসবের আগে আমরা অনেক গুণী শিল্পীকে হারিয়েছি। তার জন্য দুঃখ রয়ে গেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে