রাজশাহীতে অটোরিকশার বর্ধিত ভাড়া স্থগিত
রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির বাড়িয়ে দেওয়া ভাড়া আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অটোরিকশার চালকদের আগের ভাড়াই আদায় করতে হবে। বৃহস্পতিবার বিকালে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অটোরিকশা নিয়ন্ত্রণ কমিটির সভায় এই ঘোষণা দেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
নগর ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। রাসিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।রাসিক কর্তৃপক্ষ আরও জানায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের কাছ থেকে পূর্বের ভাড়া আদায় করতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্থগিত
- অটোরিকশা
- বর্ধিত ভাড়া