ঢাকার ছাদে পানিতে চাষ
ব্যবসায়ী শাহ আলমের রোজকার রুটিনটাই পাল্টে গেছে। সকাল-বিকেল ছাদে না গিয়ে থাকতে পারেন না। আর একবার ছাদে যাওয়া মানেই হলো মন ভালো হয়ে যাওয়া। তাঁর ১ হাজার ৮০০ বর্গফুটের ছাদে হাজারখানেক গাছ আছে।
শাহ আলম বললেন, ‘এক মাসের বেশি সময় ধরে সবজিবাগান করছি। এখন প্রতিদিনই লাউশাক, লেটুসপাতা, বাঁধাকপি, শসা, মরিচ, ফুলকপি, চাইনিজ ভেজিটেবল, মিষ্টিকুমড়া, ঝিঙেসহ বিভিন্ন শাকসবজি খাচ্ছি। টমেটোগাছ ফুলে ভরে গেছে।