![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/indonesian-man-booked-the-whole-plane-for-covid-fear-2101080902.jpg)
করোনা সংক্রমণের ভয়ে পুরো বিমান ভাড়া নিলেন তিনি!
নতুন বেশিষ্ট্যের করোনাভাইরাসের কারণে আতঙ্ক যেন পুনরায় ফিরে এসেছে। আর এই আতঙ্ক থেকে এখন অনেকেই বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে এর মধ্যেই নিরাপদে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য পুরো বিমান বুক করে ফেলেছেন এক ব্যক্তি। ইন্দোনেশিয়ার সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় ওই ব্যক্তির নাম রিচার্ড মুলজাদি।
করোনাভাইরাস মহামারির মধ্যে স্ত্রীকে নিয়ে সম্প্রতি জাকার্তা থেকে বালির দেনপাসার যাচ্ছিলেন তিনি। সেজন্য পুরো বিমান বুক করে ফেলেন তিনি। ইনস্টাগ্রামে এক পোস্টে রিচার্ড জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী শ্যালভিনে চ্যাং সারাক্ষণ করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা করছেন।