![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F17085024-fd2e-4b07-8273-da39c5344016%252FBo.jpg%3Frect%3D0%252C32%252C779%252C409%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
যে জালিয়াতি ও প্রতারণা করেছিল বোয়িং
৭৩৭ ম্যাক্স মডেলের দুটি উড়োজাহাজ দুর্ঘটনায় বোয়িংয়ের বিরুদ্ধে আনা জালিয়াতি ও প্রতারণার অভিযোগ নিষ্পত্তি করতে মার্কিন বিচার বিভাগকে ২৫০ কোটি পরিশোধ করতে সম্মত হয়েছে কোম্পানিটি। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি চুক্তি করেছে কোম্পানিটি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বোয়িংকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। তারা বলছে, কোম্পানিটি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ‘অনিরাপদ নকশা’ সম্পর্কে নিরাপত্তা কর্মকর্তাদের অভিহিত করেনি। কোম্পানিটি বিশ্বস্ততার বদলে মুনাফাকে বেছে নিয়েছে, যার ফলে দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। বোয়িংয়ের এই অর্থের ৫০ কোটি ডলার পাবে দুর্ঘটনায় নিহত ৩৪৬ জনের পরিবার।