তিন মাসেই বিমানযাত্রী স্বাভাবিক
আগামী দু'-তিন মাসের মধ্যে ভারতে ঘরোয়া উড়ান ফের আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে বলেই আশা। বৃহস্পতিবার এ কথা জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণসচিব প্রদীপ সিং খারোলা।
বণিকসভা ফিকির এক ওয়েবিনারে তিনি বলেন, 'কোভিড-১৯ মহামারীর মধ্যেও দেশের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্র দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। যে ক্ষেত্রগুলি করোনাভাইরাস মহামারীর বাধা কাটিয়ে দ্রুত আগের অবস্থায় ফিরেছে তার মধ্যে অসামরিক বিমান পরিবহণ অন্যতম। যদিও এখনও সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার চেষ্টা জারি রয়েছে, তাও আগামী দু' থেকে তিন মাসের মধ্যে কমপক্ষে ঘরোয়া বিমান পরিবহণ ফের স্বাভাবিক হবে।'