![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/salman-liana-2101080638.jpg)
‘উই আর জাস্ট ফ্রেন্ড’, সালমান মুক্তাদিরকে নিয়ে বললেন লিয়ানা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২১, ১২:৩৮
সালমান মুক্তাদির। বিভিন্ন সময়ে সমালোচনার শিকার হয়েছেন এই ইউটিউবার। এছাড়া তার নাম জড়িয়েছে বিভিন্নজনের সঙ্গেও। এবার জনপ্রিয় মডেল লিয়ানা লিয়ার সঙ্গে প্রেম করছেন তিনি!আর এমনটাই মনে করছেন তার ভক্তরা।
নেট দুনিয়ায় তাদের নিয়ে বিভিন্ন গুঞ্জনও শোনা যায়। গেল বছর একটি অনলাইন ফ্যাশন শপের জন্য একসঙ্গে ঘনিষ্ঠ ফটোশুট করেছিলেন সালমান-লিয়ানা। তারপর থেকেই তাদের নিয়ে গুঞ্জন মাথা চাড়া নিয়ে ওঠে। যা নিয়ে বেশ বিরক্ত এ মডেল কন্যা। সালমান মুক্তাদিরের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছেন লিয়ানা। খোলামেলা কথা বলেছেন দেশীয় একটি গণমাধ্যমে।
- ট্যাগ:
- বিনোদন
- ইউটিউবার
- প্রেম
- গুঞ্জন
- সালমান মুক্তাদির