![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F01%2F08%2Fpabna_child_killed.jpg%3Fitok%3Dyk1zr4M4)
পাবনায় নির্মাণাধীন বাড়িতে শিশুর লাশ, মামাতো ভাই আটক
পাবনার চাটমোহর উপজেলায় খাদিজা খাতুন নামের দুই বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মামাতো ভাইকে (১২) আটক করেছে পুলিশ। উপজেলার বাহাদুরপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
খাদিজা বাহাদুরপুর গ্রামের বাবলু হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে খাদিজাকে কোলে নিয়ে খাবার কিনে দিতে যায় তার মামাতো ভাই। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- শিশুর লাশ
- নির্মাণাধীন বাড়ি