![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/01/07/cassava-harvest-070121-01.jpg/ALTERNATES/w640/cassava-harvest-070121-01.jpg)
অনুর্বর জমিতে কাসাভা চাষে কৃষকের মুখে হাসি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২১, ১৭:২৯
প্রক্রিয়াজাত খাবারের বাজার বড় হওয়ার সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত অনুর্বর জমির ফসল কাসাভা বা শিমুল আলুর চাহিদাও দিন দিন বাড়তে শুরু করেছে। শিল্প মালিকদের আর্থিক প্রণোদনা ও কারিগরি সহায়তার সুযোগকে কাজে লাগিয়ে পতিত জমিতে কাসাভা চাষ করে নিশ্চিত লাভের দেখা পাচ্ছেন চাষীরা।