বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেনকে ঠেকাতে এককাট্টা হয়েছেন বিএনপি, আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’সহ চার প্রার্থী। গত রোববার প্রার্থিতা বৈধ ঘোষণার পর ওই চার প্রার্থী শহরের বাজার রোগসহ প্রধান প্রধান সড়কে গণসংযোগ করে ভোটারদের আওয়ামী লীগের প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানান।
ওই চার প্রার্থী হলেন বিএনপি মনোনীত পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সভাপতি সাহাবুদ্দিন সাকু, আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী মোস্তাফিজুর রহমান ও শাহ আলম মল্লিক এবং স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান খান। তাঁদের মধ্যে মোস্তাফিজুর রহমান পাথরঘাটা উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও শাহ আলম মল্লিক উপজেলা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত হাচানুর রহমানের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.