You have reached your daily news limit

Please log in to continue


চীনের শেনঝেনে প্রবাসীদের বনভোজন

বাৎসরিক বনভোজন করেছে চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘শেনঝেন বাংলাদেশ কমিউনিটি’। শনি ও রোববার সাপ্তাহিত ছুটির দিনে দুই দিনব্যাপী শেনঝেন শহরের শেষ প্রান্তে হংকং সীমান্তের কোলঘেঁষে শি-ছং সমুদ্র সৈকতে এটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, চীনা সরকারের সব স্বাস্থ্যবিধি মেনেই এ বনভোজনে ৪০ জনের বেশি প্রবাসী তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নেন। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন আকিক ও জিন্নাহ। শুভেচ্ছা বক্তব্য দেন মাহবুব আলম, শেনঝেন বাংলাদেশ কমিউনিটির সহ সভাপতি এমদাদ হক আইয়ুব, কোষাধ্যক্ষ তাহমিদ আহমাদ ও সিনিয়র সদস্য এম. এ বাপ্পা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন