নারায়ণগঞ্জে পাইকারি বাজারে কমেছে মাছের দাম
শীতের শুরু থেকে নদী ও খাল-বিলের পানি কমে যাওয়ায় নারায়ণগঞ্জে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। ফলে পাইকারি মাছ বাজারে দামও আগের তুলনায় কমেছে। বাজারের প্রতিটি আড়তে নদী ও হাওড় অঞ্চলের ফরমালিনমুক্ত তাজা মাছে ভরপুর রয়েছে। ছুটির দিন ছাড়াও প্রতিদিন অন্তত দেড় থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে।
নদীবন্দর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পূর্বতীরে ৩ নম্বর ঘাট এলাকায় সদর উপজেলার সবচে বড় মাছের পাইকারি বাজার। ভোর থেকে শুরু হয় আড়তদারদের হাঁকডাক ও বেচাকেনা। রুই, কাতল, বোয়াল, ব্রিগেট, পাঙাশ, আইড়, কোরাল, রিটা, গজার, শোল ও গলদা চিংড়িসহ নদীর ছোট বড় সব ধরনের তাজা মাছ উঠেছে বাজারে। পাশাপাশি হাওর অঞ্চলের নানা প্রজাতির দেশি ও সমুদ্রের মাছও পাওয়া যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফরমালিন
- মাছের দাম
- পাইকারি বাজার