ওমরাহ পালনে নিতে হবে করোনা টিকা
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বেনতেন বলেছেন, যারা ওমরাহ করতে চান তাদের অবশ্যই করোনাভাইরাসের টিকা নিতে হবে। মন্ত্রী বলেন, করোনাভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে। মঙ্গলবার জেদ্দায় করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ নেয়ার পর দেশটির আল-আরবিয়া চ্যানেলের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান বেনতেন।
তিনি বলেন, ওমরাহ কার্যক্রমের জন্য বয়সসীমা ছাড়াও অন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। সেগুলো হলো- সামাজিক দূরত্ব মানা, স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা।