![](https://media.priyo.com/img/500x/https://www.thedailystar.net/bangla/sites/default/files/styles/lead_news/public/feature/images/kajol_2.jpg?itok=tYxx77dx×tamp=1609947176)
‘কবরে মানুষ যেভাবে থাকে, সেভাবে ছিলাম’
ডেইলি স্টার
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ২২:২১
প্রায় নয় মাসের না-কামানো কাঁচাপাকা দাড়ি গাল বেয়ে নেমে গেছে কাজলের। দাঁড়িতে হাত বোলাতে-বোলাতে মৃদু হেসে বললেন, ‘ভাবছি দাড়িটা শেভ করব না। দাড়িটা ভালোই লাগছে। কিছুটা ছেঁটে নিয়েছি শুধু।’
‘কিন্তু যে নাপিতের কাছে কাটাতাম...তাকে খুঁজে পেলাম না। নতুন একজনের কাছে যেতে হলো,’ বললেন কাজল...এই কথায় মনে করিয়ে দিলেন যে তার জীবন থেকে ৯ মাস কেড়ে নেওয়া হয়েছে।