‘পটকা মাছ খেয়ে’ স্বামী-স্ত্রীর মৃত্যু, তিন সন্তান হাসপাতালে
কিশোরগঞ্জের ইটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে এবং তাদের তিন মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। পটকা মাছ খেয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার (৬ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান সঞ্চিতা মালাকার (৪৫)। এর আগে গতকাল রাতে ইটনার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ার নিজ বাড়িতে মারা যান হেমেন্দ্র মালাকার (৫৫) ।