ট্র্যাফিক সিগন্যালে ‘কেপমার গ্যাং’, নজর ঘোরালেই উধাও টাকা, মোবাইল, ধৃত ৩
অভিনব কায়দায় ছিনতাই খাস কলকাতায়। শহরে ঘাঁটি গেড়ে ‘কেপমার চক্র’ চালাচ্ছিল ভিন রাজ্যের দুষ্কৃতীরা। ট্র্যাফিক সিগন্যাল, পার্কিংলটে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের বোকা বানিয়ে ছিনতাই করত ওই গ্যাং। অবশেষে কালীঘাট এলাকা থেকে চক্রের ৩ পান্ডাকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ছিনতাইকারী
- ট্রাফিক সিগনাল