তুষারে ছেয়ে গেছে কাশ্মির

ইত্তেফাক জম্মু ও কাশ্মীর প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ২০:২০

টানা কয়েকদিনের তুষারপাতে বিপর্যস্ত কাশ্মিরের জনজীবন। কুয়াশা আর ঠাণ্ডায় স্থবিরতা দেখা দিয়েছে দিল্লিসহ বেশ কয়েকটি শহরে।এরিমধ্যে ছয় ফুট পর্যন্ত তুষার জমেছে অনেক এলাকায়। টানা তুষারপাতে প্রধান সড়ক গুলোতে আটকে আছে কয়েক হাজার যানবাহন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, মৌসুমের শুরুর তুষারপাতে স্থবির হয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির। জম্মু–কাশ্মীরে সোমবার ও মঙ্গলবার ভারী তুষারপাত হয়েছে। প্রবল তুষারপাতের কারণে আকাশপথ ও সড়কপথ বন্ধ থাকায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপত্যকা। অচলাবস্থা দেখা দিয়েছে শ্রীনগরসহ আশপাশের এলাকার জনজীবনে। ঘন কুয়াশা আর ঠাণ্ডার কারণে বিপর্যস্ত দিল্লিসহ বেশ কয়েকটি শহর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও