![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F600x315x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F06%2F993df21437befd7d3cbf8b8a737d68c6-5ff5be4cea593.jpg%3Fjadewits_media_id%3D707311)
তিন জেলায় বিদ্যুৎ থাকবে না দুই দিন
আগামী শুক্র ও শনিবার গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর ও নতুন নির্মিত বাসে সংযোগ প্রদানসহ নানা কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলালউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর, নতুন নির্মিত বর্ধিত অংশের বাস পুরাতন অংশের সঙ্গে সংযোগ, নতুন নির্মিত বাসে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ গোপালগঞ্জ ১৩২ কেভি থেকে ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র সঞ্চালন লাইনের বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে।