দিল্লিতে কৃষক আন্দোলনের চেহারায় শ্রেণিযুদ্ধ চলছে
টানা ৪০ দিন। দিল্লিতে হু হু করে নেমেছে তাপমাত্রা। শেষে শূন্য ডিগ্রিতে। হাড় হিম করা ঠান্ডা। সঙ্গে বৃষ্টি। তবু অনড় কৃষকেরা। তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি থেকে তাঁরা সরেননি একচুলও। পাঁচ শর বেশি কৃষক সংগঠন কথা বলছে এক সুরে।