১০ হাজার কোটি কালো টাকা সাদা হয়েছে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ১৮:৫৬
গত ছয় মাসে ১০ হাজার কোটি টাকার বেশি কালো টাকা সাদা হয়েছে। অফিশিয়ালি এ টাকাগুলো মূল ধারায় যুক্ত হওয়ায় অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এই তথ্য জানিয়েছেন।
বুধবার (৬ জানুয়ারি) সিঙ্গাপুরে অবস্থানকারী অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।