চিন নয়, ভারতের প্রতিষেধকেই আস্থা, জানাল নেপাল
যেচে প্রতিষেধক পাঠানোর প্রস্তাব দিয়েছে চিন। কিন্তু তাদের উপর ‘আস্থা’ রাখতে পারছে না নেপাল। বরং ভারতের তৈরি কোভিড প্রতিষেধকই কিনতে আগ্রহী তারা। সে বিষয়ে কথা বলতেই চলতি মাসেই দিল্লি সফরে আসছেন সে দেশের বিদেশমন্ত্রী প্রদীপ জবালী। নয়া সরকার গঠন নিয়ে টানাপড়েনের মধ্যেই কাঠমান্ডুর তরফে এমনটাই জানানো হল।
আগামী ১৪ জানুয়ারি দিল্লিতে আসছেন প্রদীপ। তার পর দিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ষষ্ঠ নেপাল-ভারত যৌথ কমিশনের বৈঠকে যোগ দেবেন তিনি। সেখানেই ভারতীয় আধিকারিকদের সঙ্গে তিনি প্রতিষেধক সংক্রান্ত পাকা কথা সেরে নেবেন বলে জানা গিয়েছে।