You have reached your daily news limit

Please log in to continue


দেশ জুড়ে বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক, সংক্রমণ ঠেকাতে প্রস্তুতি রাজ্যগুলির

অতিমারির প্রকোপের মধ্যেই বার্ড ফ্লু ঘিরে আতঙ্ক বাড়ছে গোটা দেশে। গত ১০ দিনে দেশ জুড়ে হাজার হাজার পাখির মৃত্যু হয়েছে। ইতিমধ্যে একাধিক রাজ্য বার্ড ফ্লু-র হানা নিশ্চিত করেছে। তা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকারও। তাতেই নড়েচড়ে বসেছে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। হাঁস-মুরগি থেকে মানুষের দেহে যাতে সংক্রমণ না ছড়ায়, তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। বার্ড ফ্লু-কে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাও বলা হয়। এখনও পর্যন্ত কেরল, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানেই বার্ড ফ্লু-র প্রকোপ সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। মঙ্গলবার শুধুমাত্র কেরলেই ২৪ হাজারের কাছাকাছি হাঁস এবং অন্যান্য পাখির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানকার কোট্টায়ামেই প্রথম এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এইচ৫এন৮ স্ট্রেন ধরা পড়ে। কেরলের চারটি এলাকাকে এখনও পর্যন্ত বার্ড ফ্লু-র কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন