করোনায় বন্ধ, ফ্লাইট চালুর পর আবার চোরাচালান
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক অপরাধের মধ্যে সোনা চোরাচালান ও মাদক পাচারের ঘটনা বেশি। করোনাকালে উড়োজাহাজ চলাচল বন্ধের সময় এসব অপরাধ কমে গিয়েছিল। উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার পর এই অপরাধ আবার বেড়েছে।
পুলিশ বলছে, বিমানবন্দরকেন্দ্রিক অপরাধের মধ্যে শীর্ষে আছে সোনা চোরাচালান। এরপর মুঠোফোন ও সিগারেট পাচারের ঘটনা।
এই বিমানবন্দরে চোরাচালান হয়ে সোনা আসে আন্তর্জাতিক রুটের উড়োজাহাজে। আর মাদক বেশি আসে অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজে। গত ২৩ মাসের মামলার তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।