ধরে নেওয়া হয়েছিল, জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারিতে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটাই ছিল এই প্রত্যাশার ভিত্তি। কিন্তু ভারতের চাহিদা মিটিয়ে টিকা রপ্তানির ঘোষণার পর বাংলাদেশে টিকা আসা নিয়ে শুধু অনিশ্চয়তা নয়, সঙ্গে বিভ্রান্তিও তৈরি হয়েছে।
টিকা আমদানি বিষয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যে চুক্তি হয়েছে, তার ধরন আসলে কী, সে ব্যাপারে সংশ্লিষ্ট মহলগুলো থেকে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। গত নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। বেক্সিমকোর দাবি, চুক্তিটি দুই দেশের সরকারের মধ্যে হয়নি,
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.