কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সোনার দাম নিয়ে যা হচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ০৯:৪৫

ব্যবসায় স্বচ্ছতা আনতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কারিগরদের মজুরিকে সোনার অলংকারের দামের সঙ্গে একীভূত করার চিন্তাভাবনা করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সেটি হলে ২২ ক্যারেট বা ভালো মানের এক ভরি সোনার দাম ৮০ হাজার টাকা ছাড়িয়ে যাবে।

বর্তমানে সোনার অলংকারের দামের সঙ্গে আলাদাভাবে ভ্যাট ও মজুরি আদায় করা হয়। সোনার অলংকারের ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত রয়েছে। আজ বুধবার নতুন দর কার্যকর হওয়ায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি ৭৪ হাজার ৬৫০ টাকা দাঁড়িয়েছে। এই দামের সঙ্গে আলাদাভাবে ৫ শতাংশ ভ্যাট ও মজুরি যোগ হয়।

ভ্যাট ও মজুরি যুক্ত করে সোনার দাম নির্ধারণের নতুন পদ্ধতিটি চলতি বছরের প্রথম দিন থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু প্রভাবশালী স্বর্ণ ব্যবসায়ীদের একটি অংশের বিরোধিতায় পুরো বিষয়টি থমকে গেছে। উল্টো এখন ভ্যাট হার কমানোর দাবি তোলার পরিকল্পনা করেছেন সমিতির নেতারা। দাবিটি আদায় হলেই ভ্যাট, মজুরিসহ সোনার দাম নির্ধারণের পথে হাঁটবেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও