কেনিয়ার বিখ্যাত এবং জনপ্রিয় কেরিচো গোল্ড টি শিগগিরই দেশের বাজারে আসছে। প্রায় ৪৫টি ফ্লেভারের চা দেশের বাজারে নিয়ে আসছে আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেড। এসব চা পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ই-কর্মাস (www.livehealthybd.com) সাইটে। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কেনিয়ার বিখ্যাত কেরিচো গোল্ডের চা টি আর ট্রেড আমদানি করছে।
শিগগিরই প্রিমিয়াম কোয়ালিটির এই চাগুলো বাজারে পাওয়া যাবে। প্রথমদিকে সুপারশপ ও প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইটে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতেও পাওয়া যাবে। টি আর ট্রেড এবং লিভহেলদিবিডি ডটকমের সিইও মো. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন,
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.