দেশের বাজারে আসছে কেরিচো গোল্ড টি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২১, ০৯:১৭
কেনিয়ার বিখ্যাত এবং জনপ্রিয় কেরিচো গোল্ড টি শিগগিরই দেশের বাজারে আসছে। প্রায় ৪৫টি ফ্লেভারের চা দেশের বাজারে নিয়ে আসছে আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেড। এসব চা পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ই-কর্মাস (www.livehealthybd.com) সাইটে। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কেনিয়ার বিখ্যাত কেরিচো গোল্ডের চা টি আর ট্রেড আমদানি করছে।
শিগগিরই প্রিমিয়াম কোয়ালিটির এই চাগুলো বাজারে পাওয়া যাবে। প্রথমদিকে সুপারশপ ও প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইটে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতেও পাওয়া যাবে। টি আর ট্রেড এবং লিভহেলদিবিডি ডটকমের সিইও মো. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন,
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে