যুক্তরাষ্ট্রের আছে সিলিকন ভ্যালি, চীনের আছে কী
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিকে তথ্যপ্রযুক্তির রাজধানী বললে কেউ দ্বিমত করবেন বলে মনে হয় না। শুধু তা-ই নয়, দেশে দেশে প্রযুক্তি আর উদ্ভাবনকেন্দ্র বোঝাতেও প্রায়ই সিলিকন ভ্যালির উল্লেখ করা হয়। যেমন ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। এস্তোনিয়ার টালিনকে ইউরোপের সিলিকন ভ্যালি বলা হয়। আর চীনের সিলিকন ভ্যালি হলো শেনঝেন। এখন অবশ্য হাইডিয়ান ডিস্ট্রিক্টের জংগুয়ানচুন শহরের নামও শোনা যাচ্ছে বেশ।
শেনঝেন যে চীনের প্রযুক্তিকেন্দ্র, সে বিষয়ে সন্দেহ নেই। তবে ঠিক সিলিকন ভ্যালি কি না, তা নিয়ে আলোচনা হতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে যেখানে সেমিকন্ডাক্টর, সফটওয়্যার আর নতুন নতুন সব প্রযুক্তির কারবার, চীনের শেনঝেন সেখানে অনেকটাই স্মার্টফোননির্ভর। হার্ডওয়্যার বা যন্ত্রাংশ নিয়ে কারবার তাদের।