নিলাম শুরু হল মোহনদাস কর্মচন্দ গাঁধীর ব্যবহৃত বাটি, দু’টি চামচ এবং একটি কাঁটা চামচের। দায়িত্বে রয়েছে ইংল্যান্ডের এক অনলাইন নিলাম সংস্থা ‘ইস্ট ব্রিস্টল অকশন হাউস’। ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত আগা খান মহলে ব্রিটিশদের হাতে গৃহবন্দি থাকার সময়ে লোহার তৈরি ওই বাটি ও কাঠের তৈরি চামচগুলি ব্যবহার করতেন গাঁধী। নিলামে ওই বাটি এবং চামচগুলির প্রাথমিক দর ৫৫ হাজার পাউন্ড থেকে শুরু হয়। তবে বিশেষজ্ঞদের মত, তা কমপক্ষে ৮০ হাজার পাউন্ডে পৌঁছে যাওয়ার সম্ভাবনা প্রবল। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই নিলাম পর্ব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.