জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে ‘মুজিববর্ষ’ উদযাপিত হবে। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশ ও বিদেশের প্রায় ২০০ জন দৌড়বিদ অংশ নেবেন। আর্মি স্টেডিয়াম থেকে ৪২.১৯৫ কিলোমিটার ফুল ম্যারাথন ও ২১.০৯৭ কিলোমিটার হাফ ম্যারাথন শুরু হয়ে হাতিরঝিলে শেষ হবে। আর রুট হিসেবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, কাকলী ক্রসিং, কামাল আতার্তুক এভিনিউ, গুলশান-২, গুলশান-১, পুলিশ প্লাজা ও হাতিরঝিল (সম্পূর্ণ হাতিরঝিল চার চক্কর দিয়ে শেষ হবে) ব্যবহৃত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.