একইসঙ্গে মাছ কাটেন অর্ধশত নারী, প্রতিদিন আয় ২৫ হাজার

ডেইলি বাংলাদেশ নাটোর প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ১৮:০৪

‘মামা, এদিকে আনেন’, ‘কাইট্টা দিই, তাড়াতাড়ি হবে’—মাছ বাজারে ঢুকে এমন হাঁকডাক শোনা খুবই স্বাভাবিক। তবে এসব ডাক যদি অর্ধশত নারীর মুখ থেকে একসঙ্গে উচ্চারিত হয়, তাহলে ব্যাপারটা কিছুটা ভিন্ন চোখে দেখা যায়। নাটোরের নিচা বাজারে প্রবেশ করলেই এসব নারীদের দেখা মেলে। বর্তমানে অর্ধশত নারী বাজারে মাছ কেটে জীবন চালাচ্ছেন। সংসারে এনেছেন স্বচ্ছলতা।

জুলেখা আক্তার প্রথম এ বাজারে মাছ কাটতেন। পাঁচ বছর আগে স্বামী মারা যাওয়ায় অসহায় অবস্থায় ভাগ্য পরিবর্তনে আশায় বটি নিয়ে শুরু করেন মাছ কাটতে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বরং দিন দিন কাজের চাপ বাড়তে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও