স্বামীকে ভালো না বাসলে কি গোনাহ হবে?
কোনো স্ত্রী যদি স্বামীর প্রতি যথাযথ দায়িত্ব পালন করে কিন্তু তাকে কোনো কারণে ভালো না বাসে তবে এটা কি স্ত্রীর কোনো অপরাধ? কিংবা এতে কি স্ত্রীর গোনাহ হবে? এ সম্পর্কে ইসলাম কী বলে?
স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালোবাসা প্রাকৃতিক। আল্লাহ তাআলা তাদের উভয়ের মাঝে এ ভালোবাসা তৈরি করে দিয়েছেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এ ভালোবাসা ইঙ্গিত এভাবে তুলে ধরেছেন-
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ আর (আল্লাহর) এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন। যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন। নিশ্চয়ই চিন্তাশীলদের জন্য এতে নিদর্শনাবলী রয়েছে।’ (সুরা রূম : আয়াত ২১)
- ট্যাগ:
- ইসলাম
- ভালোবাসা
- ইসলামিক কথা
- গোনাহ
- স্বামী-স্ত্রী