কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রংপুরের মাহিগঞ্জ: কম্বল পেয়ে ২৭৩ শীতার্তের মুখে হাসি

প্রথম আলো রংপুর সদর প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ১৭:১৭

‘মুই বিধবা। ছাওয়াপোওয়া কায়ো (কেউ) মোর সাথে থাকে না। এই ঠান্ডাত কোনোটে একখান কম্বলও পাও নাই। আইজ তোমারগুলার দেওয়া কম্বল পানু। আইজ রাইতোত এই কম্বল গায়োত জড়ায়ে উসুম পামো।’

প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া কম্বল পেয়ে কাঁপা কাঁপা গলায় এসব কথা বললেন রংপুর নগরের মাহিগঞ্জ ফতেপুর এলাকার সত্তরোর্ধ্ব বৃদ্ধা রমণী রানী। আজ মঙ্গলবার বেলা ১১টায় রংপুর নগরের মাহিগঞ্জ এলাকায় ২২৩ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। কম্বল পেয়ে রমণী রানীর মতো সবাই হাসিমুখে বাড়ি ফিরেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও