কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মরা গরুর মাংস বিক্রি: কসাইয়ের কারাদণ্ড

ডেইলি বাংলাদেশ শ্রীপুর (গাজীপুর) প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ১৫:৪০

গাজীপুরে শ্রীপুর উপজেলায় মরা গরুর মাংস বিক্রি করায় এক কসাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় ওই উপজেলার নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন ওই গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজমাওনা গ্রামের উজ্জ্বল মিয়ার গোয়াল ঘরে এক লাখ ৬০ হাজার টাকার একটি অস্ট্রেলিয়ান গাভী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা দেয়া হলেও সোমবার রাতে গাভীটি মারা যায়। পরে স্থানীয় কসাই বেলাল হোসেন ১২ হাজার ৫০০ টাকায় মরা গরুটি কিনে নেয়। মঙ্গলবার ভোরে ওই গোয়াল ঘরে জবাই করে ওই মাংস বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও