![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F3716dedc-4da2-4fba-a0a9-f5a4c4aa873d%252Fassange.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
আদালতের বাইরে যা বললেন অ্যাসাঞ্জের বাগ্দত্তা
যুক্তরাজ্যের আদালত উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের তৎপরতা বন্ধ করে দেওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর বাগ্দত্তা স্টেলা মরিস। স্থানীয় সময় গতকাল সোমবার স্টেলা বলেন, ‘অ্যাসাঞ্জের মামলায় সুবিচারের এটি প্রথম ধাপ।’
অ্যাসাঞ্জকে নিয়ে বিচারের প্রক্রিয়া শুরুর তৎপরতা বন্ধ হয়ে যাওয়ায় হতাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর মেক্সিকো অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিতে আগ্রহ দেখিয়েছে।
এএফপির খবরে জানা যায়, স্টেলা আদালতের এই আদেশকে ‘বিজয়’ বলে চিহ্নিত করেন। তবে অ্যাসাঞ্জ মুক্তি না পাওয়া পর্যন্ত কোনো উৎসব করবেন না বলে জানান।
লন্ডনের ওল্ড বেইলি আদালতের বাইরে দাঁড়িয়ে অ্যাসাঞ্জের বাগ্দত্তা স্টেলা আরও বলেন, ‘এখনই এর শেষ হোক। কারাগারের দেয়াল ভেঙে ফেলুন, যাতে আমাদের ছোট ছেলেরা তাদের বাবাকে পায়।’ সবার ভালোর জন্য তিনি অ্যাসাঞ্জের মুক্তি দাবি করেন।