আতঙ্কের নাম বার্ড ফ্লু, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচলের পর এ বার কেরলেও সংক্রমণ

আনন্দবাজার (ভারত) কেরালা প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ০৯:০২

মধ্যপ্রদেশ, রাজস্থানের পর এ বার কেরলেও হাঁসের মড়ক। আতঙ্ক বার্ড ফ্লু-য়ের। কেরলের আলাপুঝা ও কোয়াট্টাম জেলায় একাধিক মরা হাঁসের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। পরিস্থিতির নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ''এই দুই জেলায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে হাঁসের মড়ক চোখে পড়ে। সেই সময় ভোপালে এইচ৫এন৮ পরীক্ষা করতে পাঠানো হয়। ৮টি নমুনার মধ্যে ৫টিতে বার্ড ফ্লু ধরা পড়ে।''

প্রায় ১ হাজার ৫০০ হাঁসের মৃত্যু হয়েছে নেনদুরের একটি হাঁসের খামারে। কুট্টানন্দ এলাকার হাঁসের খামারেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় প্রায় ১২ হাজার হাঁসের মৃত্যু হয়েছে বলে খবর। রোগ ছড়িয়ে পড়া আটকাতে আরও ৩৬ হাজার হাঁস মারা হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকার জানিয়েছে, যে কৃষকদের গৃহপালিত পশুকে মারতে হচ্ছে, তাঁদের ক্ষতিপূরণ দিয়ে দেবে কেরল সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও