![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F0fb51e3b-9f2f-426f-bba5-47b6e0b343bd%252F91d27d6b-a4c0-42d2-8e89-21d6279bf264.jpg%3Frect%3D0%252C0%252C1248%252C655%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শিক্ষার্থীদের মূল্যায়নের আর কী কী পথ খোলা আছে?
হঠাৎ করেই পলাশীসহ অনেক জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগানো বাড়ছে। পলাশী বাজারেই দেখা হলো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। জানাল, পত্রিকায় পরীক্ষা শুরু হওয়ার কথা জেনে দেরি না করেই তারা চলে এসেছে ঢাকায়। উঠেছে মেসে। পরীক্ষা কবে হবে, তারিখ হয়েছে কি না, সেটি জিজ্ঞেস করতেই একজন বলল,
‘পরীক্ষার তারিখ দিলে তো সবাই একসঙ্গে আসবে ক্যাম্পাসে। হল তো খুলছে না, তখন এই মেসগুলোতেই আর সিট পাওয়া যাবে না, তাই আগেই চলে এসেছি, অন্তত আগে থেকেই থাকার একটা ব্যবস্থা করেছি। এখন খুঁজছি টিউশনি। আগেরটা তো আর নেই। এখন মেসে থাকতে হলে বেশি টাকা দরকার হবে।’